রোহিত-আগারওয়ালের জুটিতে ভারতের সংগ্রহ ৯১ রান
|ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যেকার ১ম টেস্ট আজ বুধবার থেকে শুরু হয়েছে। টসে জিতে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করেছে ভারত।
টেস্ট ক্যারিয়ারে অভিষিক্ত হলেও কখনো ওপেনিং করেননি রোহিত শর্মা। তবে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওপেনিং করতে নেমে ২ ছক্কা ও ৫ চারে অর্ধশতক তুলে নিয়েছেন রোহিত। তিনি এখনও ৫২ রানে অপরাজিত আছেন।
অপরদিকে আরেক ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ৬ চার ও ১ ছক্কায় ৩৯ রান করেছেন। অর্ধশতক থেকে মাত্র ১১ রান দূরে আছেন তিনি।
এদিকে মধ্যাহ্ন-বিরতিতে যাওয়ার আগে কোনো উইকেট না হারিয়ে সুবিধাজনক অবস্থানে আছে বিরাট কোহলিরা। এরইমধ্যে দুজনের পার্টনারশিপে দলীয় সংগ্রহ ৯১ রানে দাড়াল।
ভারতের সংগ্রহ : ৯১/০(৩০)
রোহিতঃ৫২* ও মায়াঙ্ক ৩৯*
ভারতের একাদশ
ভিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে , রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পুজারা, হনুমা বিহারি, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, ইশান্ত শর্মা ও মোহাম্মদ শামি
দক্ষিণ আফ্রিকার একাদশ
ফাফ ডু প্লেসিস (অধিনায়ক),আইডেন মার্করাম, ডিন এলগার, থিউনিস ডি ব্রুইন, টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, ভার্নন ফিল্যান্ডার, সেনুরান মুথুসামি, কেশব মহারাজ, ডেন পাইড, কাগিসো রাবাদা